রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

অবমাননাকর মন্তব্য করায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে তিনি মামলা করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন হিরো আলম।
বিজ্ঞাপন
পাগল ও অশিক্ষিত বলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম হিরো আলম।
রবিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। অবমাননাকর মন্তব্য করায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে তিনি মামলা করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন হিরো আলম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, “তিনি (রিজভী) আমাকে অর্ধপাগল এবং অর্ধশিক্ষিত বলেছেন। সংবিধানে আছে, কোনো পাগলকে নির্বাচন করার অধিকার দেয়া হয় না। আমি তিন বার ভোটে দাঁড়িয়েছি। তাহলে আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে?”
বিজ্ঞাপন
তার অভিযোগ, “সারা পৃথিবীর মধ্যে রুহুল কবির রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন।”
বিজ্ঞাপন
এর আগে শনিবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী তার বক্তব্যে বলেন, “হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত লোক নির্বাচনে অংশ নিয়েছে।”
জেবি/এসবি








