১৪৪ কর্মকর্তাকে লটারির মাধ্যমে পদায়ন করলো রাজউক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩
সদ্য নিয়োগ হওয়া ১৪৪ জন কর্মকর্তাকে লটারির মাধ্যমে বিভিন্ন দফতরে পদায়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির ১৬ পদে এসব কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
সোমবার (৭ আগস্ট) রাজউক সভাকক্ষে চেয়ারম্যানের উপস্থিতিতে লটারি কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়।
রাজউক সূত্রে জানা গেছে, গেল ২ মে ১৪৪ জন কর্মকর্তা রাজউকে যোগদান করে। এরমধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) ১২ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩, সহকারী পরিচালক (প্রশাসন) ২, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) ১০, সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টশন) ১, সহকারী অথরাইজ অফিসার ১০, সহকারী নগরপরিকল্পনাবিদ ১১, সহকারী স্থপতি ১ ও সহকারী আইন কর্মকর্তা ২ জন। এছাড়া উপসহকারী প্রকৌশলী (সিভিল) ১০, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)৩, প্রধান ইমারত পরিদর্শক ১২, তত্ত্বাবধায়ত ৪, এস্টেট পরিদর্শক ৩, কানুনগো ১, ইমারত পরিদর্শক ৫৪ জনকে নিয়োগ দিয়ে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা বলেন, “২০৪১ সালের উন্নত বাংলাদেশে পৌঁছাতে হলে দক্ষ জনবল লাগবে। নতুন নিয়োগ হওয়া এসব জনবল নাগরিক সেবা বাড়াতে কাজ করবে। উন্নত বাংলাদেশে পৌঁছাতে নাগরিক সেবার বিকল্প নেই।”
জেবি/এসবি