চট্টগ্রামসহ ৪ জেলায় ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩
অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল বুধবার (৯ আগস্ট) ও বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি।
আরও পড়ুন: ১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য কাল ও পরশু বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন: এইচএসসি-সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই: ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান
এর আগে বন্যার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) শুধু চট্টগ্রাম মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
জেবি/এসবি