স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৩


স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে পথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বুধবার (৯ আগস্ট)  সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি।  


বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।


আরও পড়ুন: গণতন্ত্র নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের


তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে বুধবার (৯ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে তিনি (ওবায়দুল কাদের) ঢাকা ত্যাগ করেন।”


আরও পড়ুন: দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না বললেন কাদের


শেখ ওয়ালিদ ফয়েজ আরও বলেন, “সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।”


জেবি/এসবি