নাইজেরিয়ায় মসজিদ ধসে প্রাণ গেল ৭ মুসল্লির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩
নাইজেরিয়ায় একটি মসজিদের ছাদের একাংশ ধসে কমপক্ষে ৭ মুসল্লি মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে অনেকেই।
শুক্রবার (১১ আগস্ট) দেশটির কাদুনা রাজ্যের জারিয়া শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আলজাজিরার জানিইয়েছে, মসজিদের একাংশ ধসে পড়ার সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। শুরুতে ৪ মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল আরও ৩ জনের মরদেহ উদ্ধার করে। আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : প্রেসিডেন্ট প্রার্থী খুন, ইকুয়েডরে ২ মাসের জরুরি অবস্থা ঘোষণা
এ ঘটনার পর কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং ভুক্তভোগীদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন : হাওয়াইয়ে দাবানলে পুড়ে ছাই ঐতিহাসিক শহর, নিহত ৬
উল্লেখ্য, নাইজেরিয়ায় গত বছর এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বিপর্যয়ের জন্য বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে কর্তৃপক্ষ।
জেবি/এসবি