কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৯


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫২ এএম, ১২ই আগস্ট ২০২৩


কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৯
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় উপকেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৯ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।


শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়। পরে ভোর রাতে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়  বলে জানান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।


আরও পড়ুন: মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন


কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানিয়েছেন, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী নামক এলাকায় টিলার উপর নতুন স্থাপিত হওয়া একটি বাড়িতে অভিযান চালায় আইশৃঙ্খলা বাহিনী।


আরও পড়ুন: টানা বৃষ্টিতে মৌলভীবাজারে প্রাণ ফিরে পেয়েছে চা গাছ


অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ৯জনকে আটক করা হয়। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।


জেবি/এসবি