রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত সবাই


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩


রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত সবাই
ছবি দ্য টেলিগ্রাফের।

রাশিয়ার সুখোই-৩০ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সব আহরোহী নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় কালিনিগ্রাদ অঞ্চলে এ ঘটনা ঘটে বলে শনিবার (১২ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।


তবে যুদ্ধবিমানটিতে কতজন ক্রু ছিলেন-সেই সম্পর্কে এখনো মুখ খুলেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুধু জানানো হয়েছে, প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ইউক্রেন যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেওয়া হচ্ছিল কি না- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।


আরও পড়ুন: তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে হত্যা!


এর আগে গেল বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩৬ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।


জেবি/এসবি