ফুলবাড়িয়া হাসপাতালে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডা. বিধান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৫ পিএম, ১৩ই আগস্ট ২০২৩


পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডা. বিধান
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বৃক্ষরোপণ করেছেন।


রবিবার (১৩ আগস্ট)সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ক্যাম্পাসেএলমন্ডা,জারুল,কাঠবাদাম,বাগান বিলাস, নিমসহ অন্যান্য প্রজাতির বৃক্ষরোপণ করেন।  


জানাযায়,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্ণ্য স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত বৃক্ষরোপণ কর্মসূচি। সারাদেশে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এক যুগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।সে আলোকে ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কৌশিক দেব,এমওডিসি ডাঃ ইশতিয়াক ইমন,মেডিকেল অফিসার ডাঃ শোয়েব মিয়া,স্যানেটার ইন্সপেক্টর মোঃরুহুল আমিন,টেকনোলজিস্ট (ইপিআই)জাহাঙ্গীর মোঃ সাজ্জাদ হোসেন,আইয়ুব আলী প্রমুখ।


ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণের প্রতি সবসময়ই গুরুত্বারোপ করতেন এবং নিজ হাতে বৃক্ষরোপণের পাশাপাশি তার যত্ন নিতেন।  


বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে।পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।বর্ষাকালে বৃষ্টি বৃদ্ধি, পরিবেশকে শীতল করতে, মাটির উর্বরতা বাড়াতে আমাদের কর্মসূচি সহায়ক হবে বলে মনে করি।


আরএক্স/