১১ দিনে প্রবাসী আয় এলো ৬৯ কোটি মার্কিন ডলার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩


১১ দিনে  প্রবাসী আয় এলো  ৬৯ কোটি মার্কিন ডলার
ফাইল ছবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে (রেমিট্যান্স) ৬৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।  


রবিবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এ মাসের ১১ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ৮ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার; বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।


আরও পড়ুন: জনতা ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত


চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি প্রায় ১৪ শতাংশ বেড়েছে


সদ্য সমাপ্ত হওয়া ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।


জেবি/এসবি