জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে যা বললেন ব্যারিস্টার পার্থ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সোমবার (১৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন তিনি।
আন্দালিব রহমান পার্থের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
“ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই....। ইসলামের পক্ষে যারা কাজ করে তারাই সফল,তারাই নেতা,তারাই প্রকৃত নায়ক। দেশ এক বরেণ্য আলেম কে হারালেন। আল্লাহ উনাকে জান্নাত বাসি করুক।”
আরও পড়ুন: বড় ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাঈদী
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে মিজানুর রহমান আজহারির আবেগঘন পোস্ট
এর আগে, রবিবার (১৩ আগস্ট) বিকালে তিনি কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে রাতেই তাকে জরুরি অবস্থায় ঢাকায় হস্তান্তর করা হয়।
জেবি/এসবি