সাঈদীর মৃত্যুতে শায়েখ আহমদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩


সাঈদীর মৃত্যুতে শায়েখ আহমদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে  স্ট্যাটাস দিয়েছেন মাওলানা আহমাদুল্লাহ।


সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে সাঈদীকে নিয়ে একটি পোস্ট দেন তিনি।


মাওলানা আহমাদুল্লাহর স্ট্যাটাসটি কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:


“জননন্দিত মুফাসসিরে কুরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!


আরও পড়ুন: বড় ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাঈদী


বাংলা ভাষায় ইসলাম প্রচারে তাঁর অবদান অবিস্মরণীয়। মহান আল্লাহ তাঁর নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। এদেশের দীনপিপাসু মানুষের জন্য তাঁর উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন, আমীন।”


উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে মিজানুর রহমান আজহারির আবেগঘন পোস্ট


এর আগে, রবিবার (১৩ আগস্ট) বিকালে তিনি কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে রাতেই তাকে জরুরি অবস্থায় ঢাকায় হস্তান্তর করা হয়।


জেবি/এসবি