ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শের মৃত্যু হয়নি: মোহিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩


ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শের মৃত্যু হয়নি: মোহিত
মোহিত উর রহমান শান্ত

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শহীদান দিবস।


মঙ্গলবার (১৫ আগস্ট) দিনটি সকাল থেকে জাতীয় ও দলীয় মহানগরে বিভিন্ন ওয়ার্ড গুলোসহ ইউনিয়নের ওয়ার্ড গুলোতে শোক দিবসের আলোচনায় অংশ গ্রহণ করেন মোহিত উর রহমান শান্ত।তিনি নেতা কর্মীদেরকে সাথে নিয়ে গরিব হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছেন।


এ-সময় ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন ৭ নং  ওয়ার্ড আওয়ামী  যুবলীগের  উদ্যোগে গোপাল নগর বাজার আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছেন।


প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

 

মোহিত উর রহমান শান্ত বলেন, ৭৫ এর ১৫ই আগস্ট হায়েনার দল জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তারা ভেবেছিল বঙ্গবন্ধু নিঃশেষ হয়ে যাবেন, বাঙালি জাতি তাঁকে ভুলে যাবে; কিন্তু হায়েনাদের সে দুরাশা পূরণ হয়নি।


তিনি আরো বলেন, ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শের মৃত্যু হয়নি। বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে কখনও মুছে ফেলা যাবেনা। এ বিশ্বনেতা যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে থাকবেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনে দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি  এডভোকেট আজহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃআতাউর রহমান।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলার সভাপতি মোঃ শাহজাহান সরকার,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ মোশারফ হোসেন বাচ্চু,ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির,সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিলন,সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


আরএক্স/