একদিনে ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ২১৪৯


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩


একদিনে ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ২১৪৯
ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৪৯ জন। 


বুধবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৩৪ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩১৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: দক্ষিণ সিটির ৩ হাসপাতালে কাল থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮২ হাজার ৪২৪ জন। মৃত্যু বরণ করেছেন ৪৩৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩২৯ জন এবং ঢাকা সিটির বাইরের ১০৬ জন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৮০


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মৃত্য বরণ করেছেন ২৮১ জন।


জেবি/এসবি