২০২৪ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
আরও পড়ূন: ৮ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
শিক্ষামন্ত্রী বলেন, “করোনার মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আশা করি, আগামী বছর থেকে এগুলো ঠিক হয়ে যাবে।”
আরও পড়ূন: চট্টগ্রাম ও মাদরাসা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
তিনি আরও বলেন, “আগামী বছর আমরা চেষ্টা করব এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষায় এপ্রিল মাসে নিতে। সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।”
জেবি/এসবি