পার্টিতে না নিয়ে যাওয়ায় প্রেমিকাকে গুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩
পার্টিতে না নেওয়ায় এক প্রেমিক তার ১৭ বছর বয়সী প্রেমিকার পায়ে গুলি করেছেন। এ ঘটনার জেরে ওই প্রেমিককে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গুলি করে প্রেমিকাকে গুরুতর আহত করার অপরাধে উটাহ অঙ্গরাজ্যের ফাহাদ মাহদির নামে প্রথম ডিগ্রির অভিযোগ আনা হয়েছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গেল ৬ আগস্ট এই ঘটনা ঘটেছে। মূলত নিজেকে উপেক্ষিত মনে করায় প্রেমিকাকে গুলি করার পরিকল্পনা করেন মাহদি।
আরও পড়ুন: উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি
অনেক আগে ১৮ বছর বয়সী মাহদি প্রেমিকাকে সতর্ক করে বলেছিলেন তাকে পার্টিতে না নিয়ে গেলে সমস্যা হবে। কিন্তু ওই তরুণী প্রেমিকের কথা না শুনে একাই পার্টিতে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরে ওই পার্টিতে গিয়ে হাজির হন মাহদি। সেখানে গিয়ে সবার সামনেই প্রেমিকাকে মারধর করার হুমকি দেন।
আরও পড়ুন: ১০ মিনিটে শনাক্ত হবে হৃদরোগ, কিট আবিষ্কার ইরানের
পর যখন সন্ধ্যা নেমে আসে তখন মেয়েটি এক বন্ধুর গাড়ির পেছনের সিটে বসে ছিল। তখন মাহদি হাঁটু গেড়ে তার পায়ে গুলি করে। ঘটনার পরই বন্ধু মেয়েটিকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে তার অপারেশন করা হয়।
ঘটনাস্থলে পুলিশকে ডাকা হলে, মেয়েটি মাহদিকে গুলি করা ব্যক্তি হিসেবে শনাক্ত করে। ১৮ বছর বয়সী ওই তরুণকে পরে দক্ষিণ জর্ডান শহরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সূত্র: নিউইয়র্ক পোস্ট
জেবি/এসবি