সার আমাদানি করতে সৌদি আরব-বিএডিসি’র চুক্তি স্বাক্ষর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩


সার আমাদানি করতে সৌদি আরব-বিএডিসি’র  চুক্তি স্বাক্ষর
সৌদি আরব-বিএডিসি’র চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব থেকে ৬ লাখ মেট্রিক টন ডাই অ্যামোনিয়াম ফসফেট সার আমাদানি করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


রবিবার (১৩ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 


আরও পড়ুন: বিএডিসি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ


বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানীর পক্ষ থকে পরিচালক সৌদ আল তামিমি চুক্তিতে স্বাক্ষর করেন।


আরও পড়ুন: বিএডিসি’র মাধ্যমে রাশিয়ায় আলু রফতানির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত


অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


জেবি/এসবি