বৃষ্টি নিয়ে নতুন করে যা জানাল আবহাওয়া অফিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩


বৃষ্টি নিয়ে নতুন করে যা জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

আগামী তিন থেকে চারদিনের মাথায় আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


শনিবার (১৯ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদে, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।


আরও পড়ুন: ১১ পুলিশ সুপারকে বদলি


এ অবস্থায় রবিবার (২০ আগস্ট) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম,  খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং  ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।


আরও পড়ুন: খাদ্য নিরাপদতা নিশ্চিতে এ সমঝোতা স্মারক একটি বড় মাইলফলক


এছাড়া দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, পরবর্তী ৭২ ঘণ্টার শেষর দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।


জেবি/এসবি