ঢাকা-ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে চললো রেল ট্রাক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩


ঢাকা-ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে চললো রেল ট্রাক
রেল ট্রাক

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে পরীক্ষামূলকভাবে ট্র্যাক কার চালু হলো।


শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে প্রথমবারের মতো পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে রেল ট্রাকটি মাওয়া প্রান্তে পৌঁছায়।


পরে এদিন দুপুর ১২টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়। চলতি পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্ট ও স্টেশনে ত্রুটি-বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে।


আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন কবে, জানালেন প্রকল্প পরিচালক


পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক-২ বিগ্রেডিয়ার জেনারেল জামিউল রহমান সংবাদমাধ্যমকে, “আমাদের ট্রায়াল পিরিয়ড সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ রেডি। কবে উদ্বোধন হবে, সেটা বলতে পারছি না, তবে আগামী সোমবার রেলমন্ত্রী রেল ট্র্যাকে চড়ে ঘুরে দেখবেন।”


জেবি/এসবি