তামিমকে নিয়ে যা জানালেন বাশার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩
ইনজুরিতে থাকা ওপেনার তামিম ইকবালের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।
শনিবার (১৯ আগস্ট) হাবিবুল বাশার জানালেন, তামিম তাদের বিশ্বকাপ পরিকল্পনায় আছেন।
তিনি বলেন, “তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার।”
আরও পড়ুন: আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া
বাশার আরও বলেন, “তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসতে পারবে সে।”
আরও পড়ুন: কোহলিকে অবসর নেওয়ার পরামর্শ আখতারের
বাশার বলেন, “আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাব। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা নিগেলস থাকবে। সেটা তামিম জানে। সে ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।”
জেবি/এসবি