লোগো ব্যবহার করে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩


লোগো ব্যবহার করে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ফাইল ছবি

কেন্দ্রীয় ব্যাংকের লোগো ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 


রবিবার (২০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে।


আরও পড়ুন: ১৮ দিনে প্রবাসী আয় এলো ১০৪ কোটি মার্কিন ডলার


বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। তবে, বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক গ্রুপ বা আইডি নেই। এ ধরনের ভুয়া গ্রুপ বা আইডির প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হলো।”


আরও পড়ুন: পেঁয়াজ রফতানিতে ভারতের শুল্কের প্রভাব দেশের বাজারে


এতে আরও বলা হয়েছে, “এ ধরনের প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা বা তছরুফের সম্মুখীন হলে কেন্দ্রীয় ব্যাংক দায়ী থাকবে না।”


জেবি/এসবি