মাথাপিছু আয় বাড়লে বাল্যবিয়ে কমবে: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশে বাল্য বিবাহের
পেছনে যে সব নিয়ামক কাজ করছে তার মধ্যে দারিদ্রতা অন্যতম। অনেক অভিভাবক আর্থিক অভাবের
কারনে মেয়েকে আর লেখাপড়া করাতে চান না। বিয়ে দিয়ে দেন। তাই দেশে মাথাপিছু আয় বাড়লে
বাল্যবিয়ে কমবে বলে মনে করেন তিনি। তবে বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের সোচ্চার হতে হবে।
মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর
আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও শিশু সুরক্ষা শীর্ষক ২০
তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। ১৫টি জেলার ১৬টি সুবিধাবঞ্চিত
ও প্রান্তিক অঞ্চলের শিশুরা এই অধিবেশনে অংশ নেয়।
তিনি বলেন, নানা কারণে দেশে
বাল্যবিয়ে বন্ধ হচ্ছে না। মেয়েরা বাবাদের আয় বাড়লে কন্যা শিশুর বাল্য বিবাহ কমে আসবে
বলে মনে করেন তিনি।তবে বাল্যবিয়ে রোধে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর
অনেক দেশেই বাল্যবিয়ে রয়েছে।কিছু দেশ এটা কমাতে পেরেছে। বাংলাদেশ তেমনই একটি দেশ।
মন্ত্রী বলেন, আমাদের সমাজে
অনেকে আছেন যাদের মাসিক গড় আয় ৫ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় ৫ কোটি টাকা।
ওআ/