নতুন ইসি আ. লীগের চেতনায় লালিত: রিজভী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নতুন ইসি আ. লীগের চেতনায় লালিত: রিজভী

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আওয়ামী লীগের চেতনায় লালিত।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মঙ্গলবার (১ মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন। যাদের সবাই আওয়ামী লীগ চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিত।

পুরো নির্বাচন কমিশন, ‘পুরো সার্চ কমিটি সম্পূর্ণরূপে প্রহসন দাবি করে রিজভী আরও বলেন, এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত, তারা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন। প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন, এ ধরনের দৃষ্টান্ত অতীতের কারো মধ্য থেকে পাইনি।’

তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারই অবাধ সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি বলে মনে করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

গত রোববার (২৭ ফেব্রুয়ারি) সিইসিসহ নির্বাচন কমিশনাররা শপথ নিলেও বিএনপি বলছে, নির্বাচন কমিশন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি।

সব রাজনৈতিক দল অংশ নিলে কেউ কিছু করতে পারবে না, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, আপনার আগের কমিশন হুদা সাহেবও তাই বলেছেন। তারপর নির্লজ্জভাবে দিনের ভোট রাতে করেছেন। একতরফা নির্বাচন করেছেন। অর্থাৎ আজকে সব গণতান্ত্রিক ব্যবস্থার কবর দেওয়া হয়েছে।

এসএ/