ময়মনসিংহে ঘরের ভিতরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩


ময়মনসিংহে ঘরের ভিতরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
ছবি: জনবাণী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সাপের কামড়ে আরিয়ান নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৯ টার দিকে টাঙ্গাব ইউনিয়নের পাচাহার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।


গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সানজিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ওই শিশুকে মৃত্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। শিশুর পরিবারের লোকজন দাবি করছিল। যে, সাপে কাটার কারণে শিশুর মৃত্যু হয়েছে।


স্থানীয় সুত্র জানায়, শিশু আরিয়ান রাত ৯ টার দিকে ঘরের মেঁঝের মাটিতে বসে খেলা করছিল। খেলা করার কোন এক সময় বিষাক্ত সাপে কাটে  শিশুটিকে। পরে শিশুটি জ্ঞান হারালে পরিবারের লোকজন টের পেয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।


এবিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, সাপে কাটায় কোন শিশু মারা গেছে কি না এমন কোন খবর আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।


আরএক্স/