আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির আনুমোদন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩


আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির আনুমোদন
ফাইল ছবি

দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিবেশী দেশ ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নতুন যে দেশগুলো থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে দেশগুলো হলো- চীন, তুরস্ক, মিশর, পাকিস্তান, কাতার, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।


আরও পড়ুন: অক্টোবর থেকে চিনি রফতানি বন্ধ করছে ভারত


বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীন থেকে ২৪০০ টন, মিশর থেকে ৩৯১০ টন, পাকিস্তান থেকে ১১৮২০ টন, কাতার থেকে ১১০০ টন, তুরস্ক থেকে ২১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।


আরও পড়ুন: টাটা মটরসের দুর্দান্ত সব পিকআপের প্রদর্শনী


এখন পর্যন্ত মোট  ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে ৩ লাখ ৭৯ হাজার টন এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


জেবি/এসবি