হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩


হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী
ছবি: জনবাণী

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারার এক আবাসিক স্কুলে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে ৩০ জন  শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঘটনাটি ঘটেছে ভান্ডারার তুমসার শহরে।


জেলা স্বাস্থ‍্য দফতর সূত্রে প্রকাশ, আবাসিক স্কুলের ৩০ পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে। জেলার স্বাস্থ‍্য আধিকারিক মিলিন্দ সোমকুবার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) হোস্টেলের খাবার খাওয়ার পরই বেশকিছু পড়ুয়া বমি করতে শুরু করে। কারও কারও পেটে ব‍্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এক সঙ্গে এত পড়ুয়া আচমকা অসুস্থ হয়ে পাওয়ায় শোরগোল পড়ে যায় ওই আবাসিক স্কুলে।


আরও পড়ুন: ভারতে গাড়ি খাদে পড়ে নিহত ৯


প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, খাবারে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ,পড়ুয়ারা যে খাবার দেওয়া হয়েছিল তা পরীক্ষার জন‍্য পাঠানো হয়েছে। তবে পড়ুয়াদের কারওরই অবস্থা সংকটজনক নয়। তাঁদের চিকিৎসা চলছে। প্রত‍্যেকেই স্থিতিশীল।


জেবি/এসবি