Logo

হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৩, ২০:৪৩
26Shares
হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

আবাসিক স্কুলের ৩০ পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারার এক আবাসিক স্কুলে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে ৩০ জন  শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঘটনাটি ঘটেছে ভান্ডারার তুমসার শহরে।

বিজ্ঞাপন

জেলা স্বাস্থ‍্য দফতর সূত্রে প্রকাশ, আবাসিক স্কুলের ৩০ পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে। জেলার স্বাস্থ‍্য আধিকারিক মিলিন্দ সোমকুবার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) হোস্টেলের খাবার খাওয়ার পরই বেশকিছু পড়ুয়া বমি করতে শুরু করে। কারও কারও পেটে ব‍্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এক সঙ্গে এত পড়ুয়া আচমকা অসুস্থ হয়ে পাওয়ায় শোরগোল পড়ে যায় ওই আবাসিক স্কুলে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, খাবারে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ,পড়ুয়ারা যে খাবার দেওয়া হয়েছিল তা পরীক্ষার জন‍্য পাঠানো হয়েছে। তবে পড়ুয়াদের কারওরই অবস্থা সংকটজনক নয়। তাঁদের চিকিৎসা চলছে। প্রত‍্যেকেই স্থিতিশীল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD