ভারতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩


ভারতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০
ছবি: জনবাণী

ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।


শনিবার (২৬ আগস্ট) ভোর ৫ টা ১৫ মিনিটে মাদুরাই স্টেশনের কাছে স্পেশাল ট্রেনের প‍্যান্ট্রি কারে আগুন লাগে। 


রেল সূত্রে জানা গেছে, আইআরসিটিসির বিশেষ ট্রেন পুনালুর - মাদুরাই এক্সপ্রেসে দুর্ঘটনাটি সংগঠিত হয়। ভারতের উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই বিশেষ ট্রেনটি রামেশ্বরম যাচ্ছিল। দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন যাত্রীর আগুনে ঝলসে মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন। মৃতেরা  উত্তরপ্রদেশের বাসিন্দা। মৃতের সংখ‍্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ট্রেন বগিতে ৬৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। 


আর সকলেই ছিলেন তীর্থযাত্রী। দুর্ঘটনাটি যখন ঘটে তখন যাত্রীরা সকলেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর ট্রেনটি ছিল দাঁড়িয়ে। মাদুরাই স্টেশনের কাছে প‍্যান্ট্রি কারে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লাগে। পরে তা আশেপাশের আরও ২টি বগিতে ছড়িয়ে পড়ে। মাদুরাই জংশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পেতেই মাদুরাই স্টেশন থেকে আপদকালীন একটি দল ছুটে যায় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 


আরও পড়ুন: চাঁদে অবতরণ স্থলের নাম রাখলেন প্রধানমন্ত্রীর মোদী


ঘটনাস্থলে পৌঁছেছে রেলের বিশেষজ্ঞ একটি দল। রেলের তরফে ফরেন্সিক ও অন‍্যান‍্য তদন্ত ও শুরু করা হয়েছে। ট্রেনের যে কটি বগিতে আগুন লেগেছে, সেই বগিগুলি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনের গতি কত ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, স্পেশাল ট্রেনটি ১৭ আগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করেছিল।


আরও পড়ুন: হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী


রবিবার (২৭ আগস্ট ) চেন্নাইয়ে পৌঁছনোর কথা ছিল। তার আগে শনিবার (২৬ আগস্ট ) সকালেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।


জেবি/এসবি