গান শোনাতে আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩


গান শোনাতে আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত

গান শোনাতে আবারো ঢাকায় আসছেন দুই বাংলার নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এক কনসার্টে গান গাইবেন। এমনটাই নিশ্চিত করেছে অনুষ্ঠানটির আয়োজক কারখানা ও আর্কলাইট ইভেন্টস।


আয়োজকরা জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। আয়োজকদের ভাষ্য, অঞ্জন দত্ত ছাড়াও এদিন তার সঙ্গে আরও গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই টিকিট পাওয়া যাবে।”


আরও পড়ুন: ঢালিউডে কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা


এর আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত।সবশেষ গত মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।


জেবি/এসবি