Logo

গান শোনাতে আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৩, ০১:১৩
32Shares
গান শোনাতে আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
ছবি: সংগৃহীত

আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত।

বিজ্ঞাপন

গান শোনাতে আবারো ঢাকায় আসছেন দুই বাংলার নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এক কনসার্টে গান গাইবেন। এমনটাই নিশ্চিত করেছে অনুষ্ঠানটির আয়োজক কারখানা ও আর্কলাইট ইভেন্টস।

আয়োজকরা জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। আয়োজকদের ভাষ্য, অঞ্জন দত্ত ছাড়াও এদিন তার সঙ্গে আরও গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই টিকিট পাওয়া যাবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত।সবশেষ গত মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD