২৫ দিনে প্রবাসী আয় এলো ১৪,৪৮৮ কোটি টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩


২৫ দিনে প্রবাসী আয় এলো ১৪,৪৮৮ কোটি টাকা
ফাইল ছবি

চলতি মাসের ২৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৩২ কোটি ৩০ লাখ ৭০ টাকা মার্কিন ডলার (প্রতি ডলার ১০৯.৫০ টাকা হিসাবে যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা) । 


রবিবার (২৭ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।


তথ্য অনুসারে, রাষ্ট্রায়াত্ত ৬  ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। দুই বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৪ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ মার্কিন ডলার।


আরও পড়ুন: আতপ চালে অতিরিক্ত ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করলো ভারত


পর পর কয়েক মাস রেমিট্যান্স ইতিবাচক ধারায় থাকলেও আগস্টে এসে উল্লেখযোগ্য হারে কমেছে। গেল বছরের একই সময়ে এবং আগের মাস জুলাইয়ের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসী আয়।


আরও পড়ুন: আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির আনুমোদন


গেল বছরের আগস্ট মাসের ২৫ দিনে গড়ে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৭৪ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। আর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার ডলার। আগস্ট মাসে ২৫ দিনে সেখানে প্রবাসী আয় এসেছে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ টাকা ডলার।


জেবি/এসবি