বাসমতি চাল রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩


বাসমতি চাল রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা
ফাইল ছবি

আতপ চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের একদিন পর বাসমতি চালের রফতানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।


জানা গেছে, এক টন বাসমতি চাল ১২০০ মার্কিন ডলারের কমে বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এর বেশিতে বিক্রির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ চাপানো হয়নি।


ভারত থেকে যে যে পণ্য রফতানি করা হয়, সেগুলোর মধ্যে সবথেকে চাহিদাসম্পন্ন পণ্যের তালিকার শীর্ষেই থাকে বাসমতি চাল। ২০২২-২৩ অর্থবছরে ভারত থেকে ৪.৭৯ বিলিয়ন ডলার অর্থের বাসমতি চাল বিদেশে পাঠানো হয়। মূলত মধ্যপ্রাচ্য এবং আমেরিকায় রফতানি করেছিল ভারত।


আরও পড়ুন: ২৫ দিনে প্রবাসী আয় এলো ১৪,৪৮৮ কোটি টাকা


ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় জানানো হয়, সুগন্ধী বাসমতি চালের রপ্তানির ক্ষেত্রে যে যে নিয়ম প্রযোজ্য হয়, সেই নিয়মের আওতায় বাসমতি ছাড়াও অন্য চাল রফতানি হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। সেই পরিস্থিতিতে বাসমতি চালের রফতানির ওপর বিধিনিষেধ জারি করা হয়।


জেবি/এসবি