একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১৩ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩
একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের প্রাণহানি হয়েছন। একই সময়ে ২ হাজার ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৯২০ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩৭১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: কক্সবাজারে ডেঙ্গু বাড়ছে উদ্বেগজনক হারে!
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৩৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১০ হাজার ৩৪৬ জন। মৃত্যুবরণ করেছেন ৫৬৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪১৭ জন এবং ঢাকা সিটির বাইরের ১৫২ জন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৩১
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
জেবি/এসবি