ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ

ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ভারতের জি-২০ সম্মেলন শেষে  শেষে  তিনি  ঢাকায় আসবেন।


সূত্র জানায়, আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা সফরে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার এই সফর।  


বুধবার (৩০ আগস্ট) এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য দেন তিনি।


আরও পড়ুন: বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: প্রধানমন্ত্রী


তিনি বলেন, “ফ্রান্সের প্রেসিডেন্টের সফর এখনও নিশ্চিত হয়নি। অনেকেই জি-২০-এ আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি।তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।”


আরও পড়ুন: নির্বাচনে মানুষের আয় বাড়ে: পরিকল্পনামন্ত্রী


ড. মোমেন আরো বলেন, “ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।”


উল্লেখ্য, ১৯৯০ সালের পর এই প্রথম ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে আসছেন।


জেবি/এসবি