আজ প্রধান বিচারপতির শেষ বিচারিক কর্মদিবস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩


আজ প্রধান বিচারপতির শেষ বিচারিক কর্মদিবস
দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফাইল ছবি

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ২৫ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। তবে ওই সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) তার জীবনের শেষ কর্মদিবস।


নিয়ম অনুসাযায়ী, আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায়ী সংবর্ধনা দেবে।


আরও পড়ুন: ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট  


গেল ২০২১ সালের ৩১ ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করান।


আরও পড়ুন: বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: প্রধানমন্ত্রী


২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগে এবং ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়া তিনি ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


জেবি/এসবি