লঙ্কান শিবিরে তাসকিন-শরিফুলের আঘাত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩


লঙ্কান শিবিরে তাসকিন-শরিফুলের আঘাত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে ১৬৪ রানের ছোট পুঁজি নিয়ে লড়াই করতে নেমে লঙ্কান শিবিরে পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের হানা। 


ইনিংসের দ্বিতীয় ওভারে শরিফুল খানিকটা খরুচে হলেও পরের ওভারে বোলিংয়ে ফিরেই লাগাম টেনে ধরেন তাসকিন। তিনি ইনিংসের তৃতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন। তাসকিন তার দুর্দান্ত এক ডেলিভারিতে ছত্রখান করে দেন দিমুথ করুনারত্নের স্টাম্প। 


এরপর ইনিংসের চতুর্থ ওভারে লঙ্কান শিবিরে শরিফুলের আঘাত। রাউন্ড দ্য উইকেট করা ওভারের তৃতীয় বলটি বেরিয়ে যাচ্ছিল পাথুম নিশাঙ্কার কাছ থেকে, তাতে ব্যাট চালিয়েছিলেন তিনি। সামনে ঝুঁকে ভালো ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেট তুলে কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩ রান করেছে শ্রীলঙ্কা।