২০১৯ সালের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩


২০১৯ সালের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের ভিতরে বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে যার ঢেউ আছড়ে পড়ে দর্শকদেরও। আগামীকাল এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।


শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ। ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী চার বছরের বেশি সময় পর আবারও ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হচ্ছে।


২০১৯ বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল উপমহাদেশের দুই দল ভারত-পাকিস্তান। সে বছর ১৬ জুন ইংল্যান্ডের ম্যানচেষ্টারে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টি আইনে ৮৯ রানে জিতেছিল ভারত।


ওয়ানডে ফরম্যাটে না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মঞ্চে টি-টোয়েন্টি ফরম্যাটে তারা ৪বার মুখোমুখি হয়েছে। উভয় দলই জিতেছে দুটি করে ম্যাচ। সম্প্রতি আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছে পাকিস্তান।


এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল।


আরএক্স/