বিভিন্ন প্রকল্প থেকে খালেদা জিয়া ও তার ছেলে টাকা খেতেন বললেন আইনমন্ত্রী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৬ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৩

পদ্মা সেতুতে যখন বিশ্ব ব্যাংকসহ অন্য সাহায্য সংস্থাগুলো বলেছে টাকা দেবে না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের টাকায় সেই সেতু করেছেন। এমনটাই বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, “দেশের মানুষকে আগে মিসকিন বলা হতো, বলা হতো তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। আপনাদের মর্যাদা এনে দিয়েছেন তিনি।”
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হয়ে ‘সাইবার নিরাপত্তা আইন’: আইনমন্ত্রী
তিনি আরও বলেন, “ক্ষমতায় থাকাকালে উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন প্রকল্প থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে টাকা খেতেন। তিনি মনে করেছিলেন শেখ হাসিনাও ওই রকম। কিন্তু শেখ হাসিনা ওই রকম না। শেখ হাসিনা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। সেভাবেই কাজ করেন তিনি।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
