এশিয়া কাপে পাকিস্তানের অনন্য মাইলস্টোন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


এশিয়া কাপে পাকিস্তানের অনন্য মাইলস্টোন
ছবি: সংগৃহীত

চলতি এশিয়া কাপে ভারতের বিপক্ষে এক অনন্য মাইলস্টোন অর্জন করে নিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম ১০ উইকেট শিকার করেছেন দেশটির পেসাররা।


ম্যাচের ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ মেডেনসহ ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এ ছাড়া নাসিম শাহ ৮.৫ ওভার বল করে ৩৬ রানে ৩টি ও হ্যারিস রউফ ৯ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।


এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে গেছে। ভারতকে ২৬৬ রানে গুটিয়ে দিয়ে মাঠে নামার অপেক্ষায় ছিল পাকিস্তান। কিন্তু ক্যান্ডির বৃষ্টি আর সেটি হতেই দেয়নি। মাত্র এক ইনিংস খেলা হওয়ায় ভারত-পাকিস্তান ‘এ’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে মীমাংসা ছাড়াই।


আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ


ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। আগের ম্যাচে নেপালকে হারানোয় ২ আর গতকালের ১ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে গেছে বাবর আজমের দল।


জেবি/এসবি