ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশের এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ইউক্রেনের
অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশের
জাহাজ ‘এম ভি বাংলার
সমৃদ্ধি’ হামলার শিকার হয়েছে। বাংলাদেশ সময় বুধবার (২
মার্চ) দিনগত রাতে এ ঘটনা
ঘটেছে বলে জাহাজে থাকা
কয়েকজন নাবিক নিশ্চিত করেছেন। এ ঘটনায় জাহাজের
এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।
হামলার
বিষয়ে জানতে বুধবার দিনগত রাতে বাংলাদেশ শিপিং
করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমানকে
একাধিকবার কল করা হলেও
তিনি রিসিভ করেননি।
তবে
বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন এক ফেসবুক স্ট্যাটাসে
জানিয়েছেন, বাংলাদেশ সময় বুধবার দিনগত
রাত ৯ টা ২৫
মিনিটে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা
ঘটে। তাৎক্ষণিকভাবে নাবিকরা মিলে আগুন নিভিয়ে
ফেলেন। এতে জাহাজের থার্ড
ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান
মৃত্যুবরণ করেছেন।
বিএসসি সূত্রে জানা গেছে, যুদ্ধ শুরুর আগে ২২ ফেব্রুয়ারি এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। ওই বন্দর থেকে পণ্য আনার কথা থাকলেও যুদ্ধের কারণে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসার দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: পুলিশ

ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম

চন্দনাইশের ‘স্বপ্ন বিলাশ’-এর স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে: ফরিদা আখতার
