মহারাষ্ট্রে বক্সখাটের ভেতরে মিলল মা-ছেলের মরদেহ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


মহারাষ্ট্রে বক্সখাটের ভেতরে মিলল মা-ছেলের মরদেহ
প্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে ঘরে বক্সখাটের ভেতর থেকে  মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


মৃত মহিলার নাম নীলিমা গণেশ কাপসো। তার ২ ছেলে। ছোট ছেলের মরদেহ উদ্ধার হয়েছে বক্সখাটের ভেতর থেকে। বেশ কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না বড় ছেলের ও। 


জানা যায়, কিছুদিন ধরেই বাড়িটি থেকে পচাঁ গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। পরিবারের সদস্যদের না পেয়ে তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়। আত্মীয়রা এসে দেখেন। বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ করা। তখনই খবর দেওয়া হয় পুলিশকে।


আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ৭


দরজা ভেঙে ঘরে ঢুকতেই খাটের পাশে রক্ত দেখা যায়। বক্সখাট খুলতেই উদ্ধার হয় মা- ছেলের জোড়া মৃতদেহ। ২টি দেহ ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান হিসেবে খুনের কথাই জানিয়েছে পুলিশ।


জেবি/এসবি