মসজিদে বন্দুক হামলায় নিহত ৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


মসজিদে বন্দুক হামলায় নিহত ৭
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে এ ঘটনা ঘটে। 


শনিবার (২ সেপ্টেম্বর) পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরবিয়া ও রয়টার্সের।


কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হারুনা জানিয়েছেন, রাজ্যের ইকারা স্থানীয় সরকারি এলাকার প্রত্যন্ত সায়া গ্রামে শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে এ ঘটনা ঘটে। 


তিনি আরও জানান, বন্দুকধারীর গুলিতে দুইজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। 


আরও পড়ুন: ত্রিপুরায় ১০ কোটি টাকার হেরোইন উদ্ধার


ওই গ্রামের বাসিন্দা হারুনা ইসমাঈল ফোনে রয়টার্সকে জানায়, বন্দুকধারীর গুলিতে নামাজরত মুসল্লিদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন এবং বাকী দুজন ছিলেন গ্রামের সাধারণ মানুষ।


আরও পড়ুন: ভারতের ওড়িশায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি


নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে গেল বছর থেকে প্রায়ই বন্দুক হামলা হচ্ছে। এছাড়া এ এলাকায় অপহরণ, হত্যাসহ সহিংসমূলক কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়েছে। 


জেবি/এসবি