ইউক্রেন থেকে ফিরলেই বিয়ে করাতে চেয়েছিলো হাদিসুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাশিয়ার
চলমান আগ্রাসনের মধ্যে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি
জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায়
জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান
(৩৩) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার
(৩ মার্চ) সকালে নিহতের চাচা বেতাগী উপজেলা
চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান এ তথ্য নিশ্চিত
করেছেন। এর আগে ইউক্রেনের
স্থানীয় সময় বুধবার (২
মার্চ) ভোর ৫টার দিকে
এ হামলার ঘটনা ঘটে। তবে
বাংলাদেশ সময় বুধবার (২
মার্চ) রাত ১০টার পর
ইউক্রেন থেকে ওই জাহাজে
থাকা নাবিকরা হাদিসুর রহমানের বাড়িতে ফোন করে তার
নিহতের খবর জানায়।
উপজেলা চেয়ারম্যান আরও বলেন, নিহত হাদিসুর রহমানের বয়স ৩৩। পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার বাড়ি ফিরলে তাকে বিয়ে দেওয়া হবে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আমরা এখন দুশ্চিন্তায় আছি হাদিসুরের মরদেহ দেশে কীভাবে আনব। যুদ্ধের কারণে যেখান থেকে জাহাজই বের হতে পারছে না, সেখানে হাদিসুরের মরদেহ নিয়ে আসাটা আদৌ সম্ভব হবে কি