দুদিন আগেও স্বজনদের সঙ্গে কথা হয় নিহত নাবিক হাদিসুরের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুদিন আগেও স্বজনদের সঙ্গে কথা হয় নিহত নাবিক হাদিসুরের

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার দিনই গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধি। হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানসহ ২৯ বাংলাদেশি নাবিক। কিন্তু ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে বাংলাদেশি জাহাজটিতে গোলার আঘাতের ঘটনা ঘটল। এতে বাকিরা নিরাপদে থাকলেও হাদিসেরের মৃত্যু হয়।

হাদিসুরের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায় হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে লেখাপড়া করে ২০১৮ সালে বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার পদে যোগ দেন তিনি।

হাদিসুরের চাচা মাকসুদুর রহমান বলেন, মাস আগেও বাড়িতে এসেছিল তিনি। তবে ইউক্রেনে আটকে পড়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিত। দুদিন আগেও (সোমবার) বাড়িতে স্বজনদের সঙ্গে কথা বলে হাদিসুর। তখন জানান, জাহাজে তারা সবাই ভালো আছে। পরিবারের