বাল্য বিয়েকে সব সময় না বলতে হবে: শাহ কামাল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক সেবনের কুফল ও যৌন হয়রানী সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ (সেপ্টেম্বর) দুপুরে এডওয়ার্ড ইন্সটিটিউটে ( এডওয়ার্ড স্কুলে) এই সভা হয়। সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ পিপিএম (বার)। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, মসিক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মান্নান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ খসরু বিন সাহাব প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি শাহ কামাল আকন্দ বলেন, বাল্য বিয়েকে সব সময় না বলতে হবে। কারণ বাল্য বিয়ের ফলে মারাত্বক স্বাস্থ্য হানি এমনকি মৃত্যু ঝুকি বেড়ে যায়।
স্কুলে আসা যাওয়ার পথে কখনো কোথাও ই্ভটিজিং ও নারী নির্যাতনের মত কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক শিক্ষক, অভিভাবক ও পুলিশকে জানাতে হবে।
মাদক সম্পর্কে ওসি আরো বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহতা বেড়েই চলছে। অনেক কোমলমতি শিশুরা অসৎ সঙ্গের কারণে মাদকে জড়িয়ে পড়ছে। ফলে এই সকল শিশুরা লেখাপড়া ছেড়ে দিয়ে মাদকের দিকে ঝুকে পরছে। মনে রাখতে হবে, মাদকাসক্ত সন্তান তার পরিবার এবং নিজেকে ধ্বংস করে।
অনেক সময় মাদকসেবী সন্তান তার পরিবারকে খুন হত্যা পর্যন্ত করে পরিবারের সর্বনাশ ও নিজের জীবনকে ধ্বংস করে। তাই মাদক থেকে সব সময় অনেক দুরে থাকতে হবে।
আরএক্স/