৫ ফুট ৮ ইঞ্চি লম্বা চুল নিয়ে বিশ্ব রেকর্ড করলো মার্কিন নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩
৩৩ বছর ধরে চুল কাটান না যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা তামি মানিস। সর্বশেষ ১৯৯০ সালে চুল কেটেছিলেন মার্কিনি। এই লম্বা চুলের নারী হিসাবে সম্প্রতি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
জানা গেছে, আশির দশকের জনপ্রিয় মার্কিন ব্যান্ড টিল টিউসডের এক গানের ভিডিও থেকে তিনি এই অনুপ্রেরণা পান।
মানিস জানিয়েছেন, লোকজন আমাকে এঈ জন্য বহু বছর ধরে মনে রেখেছে। এমনও হয়েছে ২০ বছর পর দেখা কিন্তু চুলের কারণে চিনে ফেলেছে আমাকে।
আরও পড়ুন: তাইওয়ানে টাইফুনের আঘাত, বিদ্যুৎহীন ৩৪ হাজার পরিবার
আমেরিকাতে মুলেট চ্যাম্পিয়নশিপ নামে প্রতি বছর একটি প্রতিযোগিতা আয়োজিত হয়। গত বছর ২০২২ সালে এই প্রতিযোগিতায় তামি দ্বিতীয় হন। এর কিছুদিন পরই তিনি জানতে পারেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে মুলেট নামে বিশেষ ক্যাটাগরি রয়েছে। বিষয়টি জানার পরই আবেদন করেন তামি মানিস।
আরও পড়ুন: নাতির বিরুদ্ধে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ
গিনেস কর্তৃপক্ষ বিষয়টি যাচাইয়ের পর সম্প্রতি তাকে এই স্বীকৃতি দেয়। প্রক্রিয়া দীর্ঘ হলেও সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বসিত তামি। তিনি জানান, সবচেয়ে লম্বা মুলেটের মহিলার স্বীকৃতিটি এখন আমার। বিষয়টি সত্যিই অসাধারণ। সূত্র- দ্যা গার্ডিয়ান
জেবি/এসবি