পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: তিনজনের বিরুদ্ধে চার্জগঠন ১৯ এপ্রিল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চিত্রনায়িকা পরীমনির দায়ের
করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ
আগামী ১৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত
এই আদেশ দেন।
এদিন তিন আসামিই আদালতে হাজিরা
দেন। এরপর আদালত চার্জশুনানির জন্য এই তারিখ ধার্য করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা
রিফাত (সুরভী) এসব তথ্য জানান।
২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায়
নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল
করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
উল্লেখ্য, গত ১৪ জুন রিয়েল
এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত
ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। সেদিনই উত্তরা ১ নম্বর সেক্টরের একটি
বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেফতার করা হয়। অভিযানে ওই বাসা থেকে বিপুল
পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।
ওআ/