এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

হ্যামস্ট্রিংইয়ের চোটের কারণে চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্তর। ইনজুরির কারণে পুরো আসরই মাঠের বাইরে কাটাবেন তিনি।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, “শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি। যার প্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।”
আরও পড়ুন: পাপন বললেন, দুজনই সেঞ্চুরি করবে চিন্তাই করিনি
সোশ্যাল মিডিয়াফেসবুকে শান্ত লিখেছেন, “আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।”
বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত, “টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব।”
জেবি/এসবি