ফুলবাড়িয়ায় নিকাহ রেজিষ্ট্রারদের ওয়ার্কসপ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

এলাকায় ভুয়া রেজিষ্ট্রারদের কারণে সরকার রাজস্ব ও লাইসেন্সপ্রাপ্ত বৈধ কাজীরা প্রকৃত ফিস থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি বাল্য বিবাহ, পারিবারিক কলহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সর্বোপরি নিকাহ রেজিষ্ট্রির গুরুত্ব তুলে ধরতে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে সকল নিকাহ রেজিষ্ট্রারদের নিয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ওয়ার্কসপের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ইপজিয়া প্রকল্প।
সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। এতে ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিষ্ট্রাররা অংশ নিয়ে বক্তব্য রাখেন।
ওয়ার্কসপ সঞ্চালনায় ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারদার।
আরএক্স/