Logo

৩ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:৩৩
31Shares
৩ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

দুপুর থেকে বিকাল পর্যন্ত নয়াদিল্লির ভারত মন্ডাপায়নে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জি-২০ সম্মেলনে অংশগ্রহণরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইডলাইনে পরপর ৩ জন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। 

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত নয়াদিল্লির ভারত মন্ডাপায়নে এসব বৈঠক অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

এক একে বৈঠক হবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো এঞ্জেল ফার্নান্দেজ এর সঙ্গে।

বিজ্ঞাপন

জি-২০ সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা আজা সকালে শুরু হয়েছে ভারতের নয়াদিল্লির ভারত মন্ডাপায়নে। এদিন সকাল ৯টার পরপরই বিশ্বনেতারা সম্মেলনের ভেন্যুতে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভারত মন্ডাপায়নে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদেরকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্মেলনে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গাসহ ২৯টি দেশের নেতা ও বিশ্ব সংস্থাগুলোর প্রধানরা।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD