ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, রুশ দূতাবাসের ব্যাখ্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, রুশ দূতাবাসের ব্যাখ্যা

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে রকেট হামলার ঘটনায় হাদিসুর রহমান নামে এক বাংলাদেশি নাবিক নিহতের ঘটনায় এক বিবৃতিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছে ঢাকার রুশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ মার্চ) এ বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে ঢাকার রাশিয়া দূতাবাস।

বিবৃতিতে রুশ দূতাবাস জানায়, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অলভিয়া বন্দরের অভ্যন্তরীণ নোঙ্গরঘরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে রকেট হামলার ঘটনায় প্রকৌশলী হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে। ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও প্রতিষ্ঠা করা হচ্ছে।

আমরা মরহুমের নিকটাত্মীয়দের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিতে রাশিয়া সর্বাত্মক প্রচেষ্টা করছে বলেও বিবৃতিতে জানানো হয়।

ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধানে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। এই হটলাইনের নাম্বার +7 495 498-34-46, +7 495 498-42 -11, +7 495 498-41-09। এছাড়াও ই-মেইল ( gumvs@mil.ru) যোগাযোগে অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২ মার্চ) ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি। জাহাজটিতে ২ নারীসহ ২৯ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান ছাড়া বাকিরা অক্ষত রয়েছে বলে জানা গেছে।

জি আই/