মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ২৮৬২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩


মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ২৮৬২
ছবি: সংগৃহীত

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও ছাড়িয়েছে আড়াই হাজার।

 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)  বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


গেল শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এটির  উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধসে পড়ে, অনেক ভবনের দেয়াল ফেটে যায় এবং বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।


গেল এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মরক্কোয় আঘাত হানা সবচেয়ে বড় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুসারে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৬২ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬২ জনে। এ ছাড়া হতাহতদের উদ্ধারসহ জীবিতদের খুঁজে বের করতে মরক্কোর উদ্ধারকারীদের সঙ্গে যোগ দিয়েছে স্পেন, ব্রিটেন এবং কাতারের অনুসন্ধান দল।


আরও পড়ুন: ৪০ তলা থেকে লিফট ভেঙে নিহত ৭


রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে টিনমেল গ্রামে প্রায় প্রতিটি ঘর ধূলিসাৎ হয়ে গেছে এবং গ্রামবাসীদের সবাই গৃহহীন হয়ে পড়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মৃত পশুর দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে।


আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত


৫৯ বছর বয়সী মোহাম্মাদ আলহাসান গণমাধ্যমকে জানান,  পরিবারের সঙ্গে রাতের খাবার সময় ভূমিকম্প হয়। ভূমিকম্প শুরু হলে তার ৩১ বছর বয়সী ছেলে বাইরে পালিয়ে যায় এবং তাদের প্রতিবেশীর ছাদ ধসে পড়ায় সেখানে তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। সাহায্যের জন্য চিৎকার করার পর তিনি তার ছেলের খোঁজ শুরু করেন। কিন্তু অবশেষে ছেলের কাছে পৌঁছালেও তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


জেবি/এসবি