ফুলবাড়িয়ায় সিএইচসিপি'র সভাপতি কামরুজ্জামান, সম্পাদক শফিকুল নির্বাচিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সিএইচসিপিদের নির্বাচনের উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কৌশিক দেব, মেডিকেল অফিসার ডা. শামস আবরার রিদম প্রুখ। সিএইচসিপি এসোসিয়েশন নির্বাচনে সভাপতি মোঃ কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
সিএইচসিপিদের নির্বাচনের আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক নাজমুল কবীর সার্বিক দায়িত্ব পালন করেন।
সিএইচসিপি এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মাধ্যমে আরও শক্তিশালী হবে।
আরএক্স/